সেনবাগে তারুণ্যের র‌্যালী

এফএনএস (মোঃ জাহাঙ্গীর আলম; সেনবাগ, নোয়াখালী) : : | প্রকাশ: ১ জানুয়ারী, ২০২৫, ০৫:৩৫ এএম : | আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম
সেনবাগে তারুণ্যের র‌্যালী

এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই, এই প্রতিপাদ্যকে সামনে রেখে  সেনবাগ উপজেলায় তারুণ্যের উৎসব অনুষ্ঠিত হয়েছে। এউপলক্ষে বুধবার ১লা জানুয়ারী সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জাহিদুল ইসলাম ও সেনবাগ থানার ওসি এসএম মিজানুর রহমান নেতৃত্বে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি সেনবাগ পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদে গিয়ে শেষ হয়। 

র‌্যালীতে সেনবাগ পৌরসভা বিএনপির আহবায়ক আবদুল হান্নান লিটন, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব সাহেব উদ্দিন রাশেল সহ রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং সেচ্ছাসেবী সংগঠনের সদস্যবৃন্দ স্কুলের স্কাউট দল ,শিক্ষার্থী ভলেন্টিয়ার টিমের সদস্য সহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষার্থীরা।  নতুন করে উন্নতশীল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তরুণদের অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ। তাই আগামীর বাংলাদেশ গঠনে তারুণ্যের শক্তি কাজে লাগাতে হবে। 


0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে