চিতলমারীতে স্বামীর পরকীয়ায় স্ত্রী-কর্তৃক গোপনাঙ্গ কর্তন

এফএনএস (মোঃ একরামুল হক মুন্সী; চিতলমারী, বাগেরহাট) : | প্রকাশ: ৭ নভেম্বর, ২০২৫, ০৫:৫৭ পিএম
চিতলমারীতে স্বামীর পরকীয়ায় স্ত্রী-কর্তৃক গোপনাঙ্গ কর্তন

বাগেরহাটের তিলমারীতে স্বামীর পরকীয়ার ঘটনায় স্ত্রী-কর্তৃক  গোপনাঙ্গ কর্তনের ঘটনা ঘটেছে। শুক্রবার ভোররাতে উপজেলার মহিলা কলেজ রোডের একটি ভাড়া বাসায় এই নিলজ্জ ঘটনাটি ঘটে। জানা গেছে দু:চরিত্র স্বামী প্রতি রাতের ন্যায় বৃহস্পতিবার রাতভর তার পরকীয় প্রেমিকের সাথে সময় কাটিয়ে, গভির রাতে ঘরে ফিরে ঘুমিয়ে পড়েন। এ সময় পাশে থাকা তার স্ত্রী ধারালো(হাসুয়া) অস্ত্র দিয়ে স্বামীর গোনাঙ্গ দ্বিখন্ডিত করে পালিয়ে যান। 

রক্তাত্ত ভিকটিমের আত্ম চিৎকারে দ্রুত লোকজন ছুটে এসে তাকে প্রথমে চিতলমারী স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেন; অবস্থার অবনতি হলে পরে কর্তব্যরত ডাক্তার খুলনা ২৫০ শয্যা হাসপাতালে প্রেরণ করেন। 

ঘটনার পর চিতলমারী থানার অফিসার ইন চার্জ রোকেয়া খানম সঙ্গীয় ফোর্স নিয়ে সরেজমিন পরিদর্শন করেন এবং খন্ডিত আলামত,  ধারালো অস্ত্রও অন্যান্য আলামত জব্দ করেন। চিতলমারী থানার থানার অফিসার ইন চার্জ রোকেয়া খানম জানান এব্যপারে মামলার প্রস্তুতি চলছে।

নাম প্রকাশ না করা শর্তে স্থানীয়রা জানান এ বিষয়টি নিয়ে স্বামী - স্ত্রীর মধ্যে প্রায়ই দন্দ লেগে থাকতো। ভিকটিম একটি আইসক্রিম কোম্পানীর ডিস্টিবিউটার বলে জানা গেছে। তার গ্রামের বাড়ী বাগেরহাটের কচুয়া উপজেলার দেপাড়া গ্রামে বলে জানাযায়।

আপনার জেলার সংবাদ পড়তে