৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় পতাকা উত্তোলন ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৭ নভেম্বর) সকালে উপজেলা সদরে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির পালন করা হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে ক্ষেতলাল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট-২ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী, সাবেক ডিসি ও সচিব আব্দুল বারী। তিনি বলেন, ৭ই নভেম্বর বাংলাদেশের ইতিহাসে এক গৌরবময় অধ্যায়। এই দিনে শহীদ জিয়াউর রহমান দেশপ্রেম, শৃঙ্খলা ও জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে আবির্ভূত হন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ক্ষেতলাল উপজেলা বিএনপির সভাপতি খালেদুল মাসুদ আঞ্জুমান, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, ক্ষেতলাল পৌর বিএনপির সভাপতি প্রভাষক আব্দুল আলিম, সাধারণ সম্পাদক নাফিউল হাদি মিঠু, ক্ষেতলাল উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী আশিক পার্থ, বিএনপি নেতা নবিউল ইসলাম চৌধুরী, আব্দুল হালিম, মামুনুর রশিদ, রেজ্জাকুল হায়দার, আহমদ আলী, ওরেসুল মজিদ কদর, শহিদুল ইসলাম জাহাঙ্গীর, আব্দুল হান্নান, আব্দুল মমিন, সাইফুল ইসলাম, সোহেল রানা, আব্দুর নূর তুষার, এম এ দেওয়ান হাসান সহ উপজেলার স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী।
এ সময় উপস্থিত নেতাকর্মীরা স্লোগানের মাধ্যমে শহীদ জিয়াউর রহমানের অবদান স্মরণ করেন এবং তাঁর আদর্শে অনুপ্রাণিত থেকে দেশ ও দলের প্রতি ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।