সোনারগাঁয়ে গ্রাম উন্নয়ন ও অন্যায় প্রতিরোধ কমিটি গঠন

এফএনএস (ফজলে রাব্বী সোহেল; সোনারগাঁও, নারায়ণগঞ্জ) : | প্রকাশ: ৭ নভেম্বর, ২০২৫, ০৬:২৫ পিএম
সোনারগাঁয়ে গ্রাম উন্নয়ন ও অন্যায় প্রতিরোধ কমিটি গঠন

সোনারগাঁয়ে গ্রাম উন্নয়ন ও অন্যায় প্রতিরোধ কমিটির উদ্যোগে বুধবার বিকালে পৌর এলাকার বকুলতলা কুইন্স গার্ডেনে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। মাদক সন্ত্রাস ইভটিজিং অবহেলিত গ্রামের রাস্তাঘাট শিক্ষা স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নের প্রয়োজনে কুলতলা, বাগমুছা, কৃষ্ণনগর ও ঋষিপাড়া গ্রামের সাধারণ মানুষ এ অনুষ্ঠানের আয়োজন করে।

সুধী সমাবেশে ডাঃ মোঃ ওবায়দুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁও পৌরসভা বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার। এসময় সোনারগাঁও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক মানব জমিন পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি আবু বকর সিদ্দিক, সোনারগাঁও প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাকের সোনারগাঁ প্রতিনিধি অসিত কুমার দাস, সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের সোনারগাঁয়ের স্টাফ রিপোর্টার আল আমীন তুষার, ডাঃ তন্নী দত্ত মাটি, এডঃ মানসুরা খাতুন, গ্রামবাসী তপন দত্ত, প্রদীপ কুমার দাস প্রমুখ বক্তব্য রাখেন।  

সুধী সমাবেশের সভাপতি ডাঃ মোঃ ওবায়দুল হক বলেন, এ এলাকার উন্নয়নের জন্য ঋষিপাড়া থেকে সোনারগাঁ যাদুঘর পর্যন্ত রাস্তাটির প্রসস্তকরন, টুরিষ্ট পুলিশের জন্য অধীগ্রহন কৃত জমিতে স্থাপনা তৈরী করা এবং পংখীরাজ খালের অতি দ্রুত সংস্কার করা প্রয়োজন। পরে ২৫ সদস্য বিশিষ্ট গ্রাম উন্নয়ন ও অন্যায় প্রতিরোধ কমিটি গঠন করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে