বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর কেন্দ্রীয় কমিটির আন্তজার্তিক বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় ১ আসনের মনোনীত প্রার্থী ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির বলেছেন, সবার আগে এদেশের মানুষকে মনের দিক থেকে স্বাধীন করতে হবে। মানুষের চিকিৎসা স্বাস্থ্য সেবা, যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন তরান্বিত করে মানুষকে স্বাধীনতা দিতে হবে। এজন্য একটি দেশের মধ্যে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা চালু থাকতে হবে। তবেই দেশের মানুষ গণতন্ত্রের সুফল ভোগ করবে।
আজ শুক্রবার বিকাল সাড়ে ৪ টায় তেঁতুলিয়া চৌরাস্তা বাজারের ঐতিহাসিক তেঁতুলতায় উপজেলা বিএনপি আয়োজিত ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
উপজেলা বিএনপি’র সভাপতি শাহাদৎ হোসেন রঞ্জু এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে ব্যারিষ্টার নওশাদ জমির আরও বলেন, দেশ স্বাধীনের পর স্বৈরাচারী আওয়ামীলীগ সরকার গঠন করে একদলীয় শাসন ব্যবস্থা তথা বাকশাল কায়েম করেছিল। সংবাদপত্রের স্বাধীনতাকে গলাটিপে ধরেছিল। সাধারণ মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল এবং সাধারণ মানুষ মন খুলে কথা বলতে পারত না। এমন একটি মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে সেইসব অধিকার আদায়ের জন্য সিপাহী জনতার বিল্পব সংগঠিত হয়েছি। এই দিনের শপথ নিয়ে বিএনপিকে আগামী দিতে ঐক্যবদ্ধ থেকে ধানের শীষের পক্ষে কাজ করে আগামী নির্বাচনে বিজয় লাভ করে সংসদে বসায়ে বেগম জিয়া ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। এজন্য তিনি দলীয় নেতাকর্মীদের আগের সব দ্বিধাদ্বন্দ ভুলে একজোটে কাজ করার আহবান করেন।
উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক রেজাউল করিম শাহীন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মিয়া, তিরনইহাট ইউপি চেয়ারম্যান আলমগীর হোসাইন, যুবদলের আহবায়ক খন্দকার আবু নোমান এনাম, ছাত্রদলের আহবায়ক নুরুজ্জামান দুলাল, তাতীদলের সাধারণ সম্পাদক আল আমিন পারভেজ প্রমুখ। এসময় জেলা ও উপজেলার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।