ভোমরায় পাচারকারীসহ ৩ বাংলাদেশী আটক

এফএনএস (এস.এম. শহিদুল ইসলাম; সাতক্ষীরা) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ১ জানুয়ারী, ২০২৫, ০৫:৪০ এএম
ভোমরায় পাচারকারীসহ ৩ বাংলাদেশী আটক

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ ভোমরা বিওপির একটি বিশেষ আভিযানিক দল অবৈধভাবে সীমান্ত পারাপারের দায়ে পাচারকারীসহ ৩জন বাংলাদেশী নাগরিক আটক করেছে। গত ৩১ডিসেম্বর রাতে ভোমরা সীমান্তের লক্ষ্মীদাড়ী এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলোÑনারায়নগঞ্জের বন্দর থানার মৃত আব্দুল মান্নানের মেয়ে মোছাঃ সানজিদা (১৯), সাতক্ষীরার লক্ষ্মীদাড়ী গ্রামের তারোক মন্ডলের ছেলে অমল মন্ডল (৩২) এবং একই গ্রামের রুহুল আমিনের ছেলে মোঃ নুর ইসলাম (৩০)।

বিজিবি জানায় গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর ভোমরা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৪/২-এস হতে ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে লক্ষীদাড়ী নামক স্থান হতে বাংলাদেশী নাগরিক অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে আগমন করবে। উক্ত সংবাদ প্রাপ্তির পর ভোমরা বিওপির এসআইপি সদস্য হাবিলদার মোঃ আতাউর রহমান এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল বর্ণিত স্থানে কৌশলে অবস্থান গ্রহণ করে। পরবর্তীতে রাত পৌনে ১২টার সময় উক্ত ব্যক্তিদের আটক করা হয়। এ সময়ে মোছাঃ সানজিদা এর নিকট হতে ২টি ভারতীয় পোকো মোবাইল উদ্ধার করা হয়। যার মূল্য ৩৫ হাজার টাকা।

আটককৃত মহিলা বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, সে ২ মাস পূর্বে যশোর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে গমন করে। উক্ত মহিলার স্থানীয় মেম্বার গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে যোগাযোগ করা হলে সে (সানজিদা) বর্ণিত ঠিকানার স্থায়ী বাসিন্দা বলে জানায়। পাসপোর্টবিহীন অবৈধভাবে সীমান্ত পারাপারের দায়ে আটককৃত বাংলাদেশী নাগরিক ও  মানবপাচারের দায়ে পাচারকারীদেরকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে