রাজবাড়ীর গোয়ালন্দে ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। শুক্রবার সকাল ১১ টায় শহীদ মহিউদ্দিন আনসার ক্লাব থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে সেটি বাজার বাসষ্ট্যান্ড প্রধান সড়ক ধরে গোয়ালন্দ বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লার নেতৃত্ব আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, পৌর বিএনপির সাবেক সভাপতি এ্যাড. এবিএম আব্দুস ছাত্তার, উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি রুস্তম আলী মোল্লা, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. নাজিরুল ইসলাম তিতাস, পৌর বিএনপির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মো. মাহবুবুল আলম শাহীন ও জেলা যুবদলের যুগ্ন আহবায়ক মুরাদ আল রেজা, পৌর যুবদলের সদস্য সচিব দেলোয়ার হোসেন মন্ডল, উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল করিম মিঠু, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মুক্তার মাহমুদ, স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ দলীয় নেতাকর্মীরা।
গোয়ালন্দ বাসস্ট্যান্ডে গিয়ে উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লার বক্তব্য দেন। এ-সময় তিনি বলেন, ঐতিহাসিক ৭ই নভেম্বর বাংলাদেশের ইতিহাসের একটি অন্যতম দিন। এদিনটির তাৎপর্য আমাদের বুঝতে হবে। দেশের তৎকালীন রাজনৈতিক গতিধারা পাল্টে গিয়েছিলো আজকের দিনে। ১৯৭৫ সালের এই দিনে সমগ্র জাতি যখন অনিশ্চয়তার সম্মুখীন, তখন সিপাহি-জনতার মিলিত বিপ্লব জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে সব ষড়যন্ত্র নস্যাত করে দিয়ে দেশপ্রেমের এক অনন্য নজির সৃষ্টি করে। শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করে এনে সিপাহি-জনতা তাকে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করে। তিনি ক্রান্তিময় সেই অবস্থা থেকে উত্তরণ ঘটিয়ে দেশে প্রবর্তন করেন বহুদলীয় গণতন্ত্র। সূচনা করেন উন্নয়ন ও নবধারার রাজনীতি।