মুন্সিগঞ্জে জামায়াতের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

এফএনএস (মোঃ মাহাবুবুর রহমান; মুন্সীগঞ্জ ) : | প্রকাশ: ৭ নভেম্বর, ২০২৫, ০৭:২৭ পিএম
মুন্সিগঞ্জে জামায়াতের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুন্সিগঞ্জ সদর উপজেলার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৩টায় রামপাল ইউনিয়নের মিল্কি পাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। মুন্সিগঞ্জ সদর উপজেলা জামাতের আমির মোহাম্মদ নুরুল আমিন শিকদারের সভাপিিতত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ ৩ আসনের জামায়াত  মনোনীত সংসদ সদস্য প্রার্থী  প্রফেসর মো: আবু ইউসুফ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক বিশিষ্ট নিউরো সার্জন মানবিক ডাক্তার নামে খ্যাত ডা মোহাম্মদ সুজন শরিফ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যক্ষ বজলুর রহমান আশ্রফী, শ্রমিক নেতা আব্দুল আলিম বিশেষজ্ঞ চিকিৎসক হিসাবে উপস্থিত থেকে ব্যবস্থাপনা প্রদান করেন বিশিষ্ট গাইনি বিশেষজ্ঞ ডা  ফারজানা করিম নায়লা, ডা; আনিসুর রহমান ।প্রমুখ ফ্রী মেডিকেল ক্যাম্প প্রায় ৩ শতাধিক রোগীর বিনামূল্যে ব্যবস্থাপত্র ও ঔষধ বিতরণ করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে