মান্দায় বিএনপির মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে মানববন্ধন

এফএনএস (নজরুল ইসলাম; মান্দা, নওগাঁ) : | প্রকাশ: ৭ নভেম্বর, ২০২৫, ০৭:৩৮ পিএম
মান্দায় বিএনপির মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে মানববন্ধন

নওগাঁ-৪ (মান্দা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার কালিকাপুর ইউনিয়ন পরিষদের সামনে এলাকাবাসীর ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এতে বক্তব্য দেন আকরাম আলী প্রামাণিক দুলাল, তয়েজ উদ্দিন প্রামাণিক, আব্দুল বারী মোল্লা, এমদাদুল হকসহ আরও অনেকে।

বক্তারা বলেন, গত ৩ নভেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করেন। এতে নওগাঁ-৪ (মান্দা) আসনে ডা. ইকরামুল বারী টিপুর নাম ঘোষণা করা হয়। তবে এটি প্রাথমিক মনোনয়ন হওয়ায় চূড়ান্ত তালিকা প্রকাশের আগেই বিষয়টি পুনর্বিবেচনার দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, এ আসনে বিএনপির ক্লিন ইমেজের নেতা প্রকৌশলী আক্কাস আলী মোল্লাকে মনোনয়ন দেওয়া হলে দলের পক্ষে বিজয় নিশ্চিত হবে। 

বক্তা আকরাম আলী প্রামাণিক দুলাল বলেন, ‘প্রকৌশলী আক্কাস আলী মোল্লা বিএনপির একজন পরীক্ষিত ও ত্যাগী নেতা। ১৯৭৫ সাল থেকে তিনি দলের রাজনীতির সঙ্গে যুক্ত আছেন এবং বর্তমানে জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল কেন্দ্রীয় কমিটির সহসভাপতির দায়িত্ব পালন করছেন। তাকে মনোনয়ন দিলে হারানো আসনটি পুনরুদ্ধার সম্ভব হবে।’ মানববন্ধনে বক্তারা দলীয় হাইকমান্ডের প্রতি এ দাবি বিবেচনার আহ্বান জানান।

আপনার জেলার সংবাদ পড়তে