যশোরের অভয়নগর উপজেলার শংকরপাশা প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে দুঃস্থ ও অসহায় মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শরীফ হজ্ব গ্রুপের চেয়ারম্যান ও খেলাফত মজলিস অভয়নগর উপজেলার সভাপতি আলহাজ্ব হাফেজ মাওলানা আশেক এলাহীর আয়োজনে এবং নওয়াপাড়া ডক্টরস ক্লাবের উদ্যোগে শুক্রবার(৭নভেম্বার) সকাল থেকে বিকাল পর্যন্ত এ চিকিৎসা সেবা দেয়া হয়।
দিনব্যাপী এ ক্যাম্পে নারী, শিশু ও পুরুষসহ ৮শ’৫০ জন রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন। চিকিৎসাসেবা ছাড়াও রোগীদের প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয়। চিকিৎসাসেবা প্রদান করেন ডা. মোশাররফ হোসেন, ডা. আয়ুব আলী, ডা. ফেরদৌস হোসেন শান্ত ডা. জি. এম. গালিব হাসান, ডা. ফাহমিদা ফাইজা প্রভা, ডা. তাসনিম মাইশা নৈরিতা, ডা. শেখ সাদিয়া সুমাইয়া ও রূপ কথা ব্যার্নাজী। প্রধান স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেন আলহাজ্ব হাফেজ মাওলানা আশেক এলাহী।
চিকিৎসা নিতে আসা শংকরপাশা গ্রামের অসুস্থ মহাসিন খান (৬৩) বলেন, “স্ট্রোকের কারণে অসুস্থ হয়ে পড়েছি, টাকার অভাবে চিকিৎসা নিতে পারিনি। আজ ফ্রি মেডিকেল ক্যাম্পে এসে চিকিৎসা নিয়ে খুব ভালো লাগছে। তারা আমাকে ওষুধ দিয়েছেন, এজন্য আয়োজকদের দোয়া করছি।” আরেক রোগী নাসিমা বেগম (২৭) বলেন, “দীর্ঘদিন পেট ও গাইনির সমস্যায় ভুগছি। গরিব মানুষ, টাকার জন্য ভালো চিকিৎসা নিতে পারিনি। এই ক্যাম্পে এসে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়ে খুব ভালো লাগছে।”
খেলাফত মজলিস অভয়নগর উপজেলার সভাপতি ও আয়োজক আলহাজ্ব হাফেজ মাওলানা আশেক এলাহী বলেন, “ডক্টরস ক্লাবের সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করতে পেরে আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। সমাজের বিত্তবানদের আহ্বান জানাবো এ ধরনের মানবিক উদ্যোগে এগিয়ে আসার জন্য। মানুষের সেবায় আমি সর্বদা পাশে থাকতে চাই।” ডক্টরস ক্লাবের সাধারণ সম্পাদক ডা. ফেরদৌস হোসেন শান— বলেন, “গাইনি, মেডিসিনসহ বিভিন্ন রোগের বিশেষজ্ঞ ডাক্তাররা আজ বিনা পয়সায় চিকিৎসা দিয়েছেন। অসহায় মানুষের পাশে থাকাই আমাদের উদ্দেশ্য। এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প ভবিষ্যতেও অব্যাহত থাকবে।” ডক্টরস ক্লাবের সভাপতি ডা. মোশাররফ হোসেন বলেন, “সমাজের দুঃস্থ ও অসহায় মানুষের সেবাই আমাদের মূল লক্ষ্য। সুবিধাবঞ্চিত মানুষের সু-চিকিৎসা নিশ্চিতে ডক্টরস ক্লাবের চিকিৎসকরা সর্বদা প্রস্তুত আছে।”
মানবিক এই উদ্যোগে স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া পড়ে। আয়োজক ও অংশগ্রহণকারী চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সেবা গ্রহীতারা।