ভুরুঙ্গামারী উপজেলা বিএনপির উদ্যোগে ঐতিহাসিক ৭ নভেম্বর “বিপ্লব ও সংহতি দিবস” উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) বিকাল ৩ ঘটিকার সময় ভুরুঙ্গামারী সরকারী কলেজ মোড় থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা বিএনপির আহবায়ক কাজী আলাউদ্দিন মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ আব্দুল ওয়াদুদ সরকার, যুগ্ম আহবায়ক ও বলদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রভাষক মোখলেছুর রহমান, যুগ্ম আহবায়ক সাখাওয়াত হোসেন তৌহিদ, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ রফিকুল ইসলাম শান্ত প্রমুখ। বক্তারা বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে এক স্মরণীয় দিন। এ দিন সৈনিক-জনতার ঐক্য বাংলাদেশকে বিপ্লব ও সংহতির পথে এগিয়ে নিয়ে যায়। তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে দেশকে একটি শক্তিশালী পথে পরিচালিত করেছিলেন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের দুই সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে দলের সবাইকে একতাবদ্ধ হয়ে কুড়িগ্রাম-১ আসনের মনোনীত এমপি প্রার্থী আলহাজ সাইফুর রহমান রানাকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব মোঃ শহিদুল ইসলাম আকন্দ।