মোহনপুরে পল্লী সঞ্চয় ব্যাংকের আয়োজনে উঠান বৈঠক

এম এম মামুন; রাজশাহী | প্রকাশ: ৭ নভেম্বর, ২০২৫, ০৮:৫৬ পিএম
মোহনপুরে পল্লী সঞ্চয় ব্যাংকের আয়োজনে উঠান বৈঠক
: রাজশাহীর মোহনপুরে পল্লী সঞ্চয় ব্যাংক, মোহনপুর শাখার আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার বাকশিমইল ইউনিয়নের "বাকশিমইল গ্রাম উন্নয়ন সমিতি" ও "বাকশিমইল পশ্চিম গ্রাম উন্নয়ন সমিতি”-এর সদস্যদের অংশগ্রহনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সালমা বানু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের মহাব্যবস্থাপক এ. বি. এম. জাহিদ হোসেন। এসময় উপস্থিত ছিলেন পল্লী সঞ্চয় ব্যাংক রাজশাহী জেলা (আঞ্চলিক) কর্মকর্তা মো. মুনজুর আহম্মেদসহ ব্যাংকের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা, পবা শাখার সিনিয়র অফিসার মোসা. নুরুন নাহার, মোহনপুর শাখার সিনিয়র অফিসার মোছা. শাহনাজ পারভীনসহ বিভিন্ন শাখার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। ব্যবস্থাপনা পরিচালক সমিতির সদস্যদের সাথে মতবিনিময় করেন, তাদের অভিজ্ঞতা ও সমস্যার কথা শোনেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি গ্রাহক সেবার মান আরও উন্নত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং সদস্যদের জন্য নতুন নতুন সুযোগ ও সুবিধা প্রবর্তনের আশ্বাস দেন। এ সময় তিনি সমিতির সদস্যদের মাঝে ঋণ বিতরণ করেন। সমিতির সদস্যরা জানান, পল্লী সঞ্চয় ব্যাংকের সহায়তায় তারা আজ স্বনির্ভর জীবন গড়ে তুলতে সক্ষম হয়েছেন। উঠান বৈঠক তাদের পারস্পরিক সহযোগিতা ও অর্থনৈতিক অগ্রগতির পথকে আরও মজবুত করে। ব্যবস্থাপনা পরিচালক এই প্রশংসনীয় উদ্যোগ গ্রাহকদের সাথে ব্যাংকের সম্পর্ককে আরও দৃঢ় করেছে। ব্যাংকের সর্বোচ্চ কর্তৃপক্ষের সরাসরি সম্পৃক্ততা গ্রাহকদের অনুপ্রাণিত করেছে এবং ব্যাংকের ভবিষ্যৎ অগ্রযাত্রায় সঞ্চার করেছে নতুন গতি। উল্লেখ্য গ্রামীণ প্রান্তিক জনগোষ্ঠী, বিশেষ করে নারীদের আর্থসামাজিক উন্নয়নে নিবেদিত প্রতিষ্ঠান পল্লী সঞ্চয় ব্যাংক দেশের প্রত্যন্ত অঞ্চলে পরিবর্তনের অগ্রদূত হিসেবে কাজ করছে। প্রায় ৫০ লাখ প্রান্তিক জনগণের জীবনমান উন্নয়নে ব্যাংকটি সফলতার সাথে ভূমিকা রাখছে, যাদের অধিকাংশই নারী। বাংলাদেশের প্রতিটি উপজেলার প্রতিটি ইউনিয়নে সমিতি ভিত্তিক কার্যক্রম পরিচালনা করে পল্লী সঞ্চয় ব্যাংক। প্রতিটি সমিতিতে ৬০ জন সদস্য রয়েছেন, যার ৬০ শতাংশ নারী। ব্যাংকের ক্ষুদ্রঋণ কর্মসূচির মাধ্যমে এসব সদস্য নিজেদের উদ্যোগে স্বাবলম্বী হয়েছেন-অনেকে এখন দেশের সীমা ছাড়িয়ে আন্তর্জাতিক পর্যায়েও ব্যবসা পরিচালনা করছেন। পল্লী সঞ্চয় ব্যাংকের অন্যতম বিশেষ ও সফল উদ্যোগ হলো উঠান বৈঠক-যেখানে সমিতির সদস্যরা একত্রিত হয়ে তাদের অভিজ্ঞতা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। গ্রাহকরাই পল্লী সঞ্চয় ব্যাংকের প্রকৃত শক্তি-তাদের সফলতাই ব্যাংকের সফলতা। তাদের হাত ধরেই পল্লী সঞ্চয় ব্যাংক এগিয়ে যাচ্ছে এক টেকসই, সমৃদ্ধ ও আত্মনির্ভর বাংলাদেশ গঠনের পথে।
আপনার জেলার সংবাদ পড়তে