চিতলমারীতে শিশুর ভাসমান লাশ উদ্ধার

এফএনএস (মোঃ একরামুল হক মুন্সী; চিতলমারী, বাগেরহাট) : | প্রকাশ: ৮ নভেম্বর, ২০২৫, ০৩:৪৪ পিএম
চিতলমারীতে শিশুর ভাসমান লাশ উদ্ধার

বাগেরহাটের চিতলমারী উপজেলার সুড়িগাতী গ্রাম থেকে নিখোঁজের ১ দিন পর নয়ন শিকদার নামের ০৫ বছর বয়সের একটি শিশুর ভাসমান লাশ মাছের ঘের থেকে উদ্ধার করা হয়েছে। নয়ন শিকদারের মা’ ফারজানা আক্তার জানান শুক্রবার (০৭ সেপ্টেম্বর) সকাল ৮টায় তার বাড়ীর সামনে থেকে তার ছেলে নয়ন নিখোঁজ হয়। 

অনেক খোঁজা-খুজি করে তাকে না পেয়ে থানায় জিডি করেন এবং অনলাইন পোল্টালে খবর প্রকাশ করেন। এই পরিস্থিতিতে আজ শনিবার(০৮ সেপ্টেম্বর) সকাল ৭টায় তার বাড়ীথেকে প্রায় আধা কিলো মিটার উত্তর দিকে একটি বিলের মৎস্যঘের থেকে ঐ শিশুর ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। চিতলমারী থানার অফিসার ইনচার্জ রোকেয়া খানম জানান উদ্ধারকৃত লাশ ময়না তদন্তের জন্য বাগেরহাট মর্গে প্রেরণ করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে