আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে ধানের শীষ মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু সাংবাদিকদের সহযোগিতা চেয়ে মতবিনিময় সভা করেছেন। এ সময় তিনি দেশ ও জাতির স্বার্থে আগামী নির্বাচনকে সামনে রেখে সাংবাদিকদের প্রতি নিরপেক্ষা বজায়ে সংবাদ প্রকাশের আহবান জানান। শুক্রবার (৭ নভেম্বর) রাত ৮টায় ময়মনসিংহ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই আহবান জানান।
মতবিনিময় সভায় প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু আগামী ত্রযোদশ জাতীয় সংসদ নির্বাচন, দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, তাঁর রাজনৈতিক আদর্শ এবং এলাকার উন্নয়নে নিজের লক্ষ্যের কথা তুলে ধরেন। এ সময় ময়মনসিংহ বিভাগীয় নগরীতে কর্মরত মূলধারার প্রায় অর্ধশত সাংবাদিক উপস্থিত ছিলেন।
সভার শুরুতেই প্রকৌশলী মাজেদ তাঁর রাজনৈতিক অনুপ্রেরণার কথা তুলে ধরে বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে আমার যাত্রা শুরু হয়। দীর্ঘ এই পথচলায় মামলা, হামলা এবং আয়নাঘরে নির্যাতিত হয়েও শহীদ জিয়ার আদর্শ থেকে কখনো বিচ্যুত হইনি। এ সময় তিনি জোর দিয়ে বলেন, রাজনীতি করে ব্যক্তিগতভাবে পাওয়ার কিছু নেই, বরং আমার লক্ষ্য একটি শিক্ষিত সমাজ গড়ার মধ্যদিয়ে ঈশ্বরগঞ্জকে আধুনিক ও সমৃদ্ধশালী উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই।
দলীয় মনোনয়নের প্রসঙ্গে তিনি বলেন, আমার নেতা তারেক রহমান যে আত্মবিশ্বাসে আমাকে ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মনোনীত করেছেন। আমি বিশ্বাস করি ঈশ্বরগঞ্জের মানুষ আগামী জাতীয় নির্বাচনে এই আত্মবিশ্বাসের প্রতিফলন ঘটাবে।
মতবিনিময়কালে তিনি বিগত ৫ আগস্টের আগের ভয়াল রাজনৈতিক পরিস্থিতি এবং গুম, খুনের স্মৃতিচারণ করে আসন্ন নির্বাচনী প্রচার ও প্রচারণায় সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূইয়া মনি, যুগ্ম আহবায়ক আতিকুর রাজ্জাক ভুইয়া হীরা, আব্দুল্লাহ আল মামুন খোকন, সদস্য মুরাদ হোসেন হলুদ প্রমূখ।