নীলফামারীতে র‌্যাবের অভিযানে ফেনসিডিল জব্দ, গ্রেফতার ২

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ৮ নভেম্বর, ২০২৫, ০৫:০৪ পিএম
নীলফামারীতে র‌্যাবের অভিযানে ফেনসিডিল জব্দ, গ্রেফতার ২

নীলফামারীতে র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ   ফেনসিডিলসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। র‌্যাব-১৩,সিপিসি-২, এর নীলফামারী ক্যাম্পের একটি টহল দল ৭ নভেম্বর রাতে ওই অভিযান চালায়।

নীলফামারী সদরের পিলার বাজার রাফি অটো রাইস মিলের সামনে রাস্তার উপর চেকপোস্ট বসানো হয়। আসামিদের ব্যবহৃত অটোরিক্সা তল্লাশি করা হয়। চালক এবং যাত্রীর সিটের নিচে প্লাস্টিকের বস্তার মধ্যে থাকা ১৮৮ বোতল অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল জব্দ করা হয়। এ সময় মাদক ব্যবসায়ী মোঃ মনছুর আলী (৩৮) ও  ফজলুল হক (৬৫) নামে দুইজনকে গ্রেফতার করে। 

অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত প্রেসরিলিসে প্রাথমিকভাবে জানানো হয় দীর্ঘদিন ধরে  আসামিরা অত্যন্ত কৌশলে ফেনসিডিল ও ফেনসিডিল জাতীয় মাদকদ্রব্যের ব্যবসা করে আসছিলো। তারা অভিনব কায়দায় বিভিন্ন জেলা ও উপজেলায় মাদক বিক্রি  করে থাকে।

 গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে।   মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

আপনার জেলার সংবাদ পড়তে