সুন্দরবনে ভ্রমন শেষে ফেরার পথে দাকোপের ঢাংমারী নদীতে পর্যটকবাহী বোর্ড উল্টে যাওয়ায় এক নারী নিখোঁজ রয়েছে। ঘটনাটি ঘটে শনিবার বেলা দেড়টার দিকে।
স্থানীয় সুত্র এবং তিলডাঙ্গা নৌ পুলিশ ফাঁড়ীর ইনচার্জ এস আই সুমিত কুমার গাইন জানায়, ঢাকা থেকে সুন্দরবন ঘুরতে আসা একদল পর্যটকবাহী জালি বোর্ড দাকোপের ঢাংমারী নদীতে দূর্ঘটনার মুখে পড়ে। বোর্ডটি মোংলার উদ্দেশ্যে যাওয়ার পথে কোষ্টগার্ডের একটি স্পিডবোর্ড সেখান থেকে যায়। ওই স্পিডবোর্ডের ঢেউয়ের কারনে পর্যটকবাহী বোর্ডটি কাত হয়ে ডুবে যাওয়ার উপক্রম হয়। তখন বোর্ডে থাকা ১৪ জন যাত্রী নদীতে পড়ে যায়। ঘটনার পর ১৩ জন সাতরিয়ে তীরে উঠতে সক্ষম হলেও রিয়ানা আজাদ (২৮) নামে এক নারী নিখোঁজ হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত নৌ পুলিশ এবং কোষ্টগার্ড সদস্যরা সেখানে উদ্ধার অভিযান পরিচালনা করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তাঁর সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ নারী ঢাকার ১১ নং সেক্টর চালাবন উত্তরার ১ নং রোর্ড এলাকার তাওহিদুল ইসলামের স্ত্রী। আগত পর্যটকরা সকলেই একই এলাকার পরস্পর স্বজন বলে জানা যায়। সুন্দরবন ভ্রমনের উদ্দেশ্যে তারা শুক্রবার সকালে এসে দাকোপের ম্যানগ্রোভ ভ্যালী রিসোর্টে অবস্থান করে। ভ্রমন শেষে ঢাকার উদ্দেশ্যে ফেরার পথে এই দুর্ঘটনার শিকার হয়।