বোয়ালমারীতে শাহ জাফরকে গ্রেপ্তারের দাবিতে মধুখালীতে বিক্ষোভ মিছিল

এফএনএস (মনিরুজ্জামান মন্নু; মধুখালী, ফরিদপুর) : | প্রকাশ: ৮ নভেম্বর, ২০২৫, ০৬:৪৬ পিএম
বোয়ালমারীতে শাহ জাফরকে গ্রেপ্তারের দাবিতে মধুখালীতে বিক্ষোভ মিছিল

৭ নভেম্বর শুক্রবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনের র‌্যালিতে ফরিদপুরের বোয়ালমারীতে কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলামের নেতাকর্মীদের উপর ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসর বিএনএম নেতা শাহ মোঃ আবু আবু জাফরের নেতাকর্মী দিয়ে হামলার প্রতিবাদ ও শাহ জাফরকে গ্রেপ্তারের দাবিতে মধুখালীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।  

শনিবার বিকাল পাঁচটায় ফরিদপুরের মধুখালী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের নিউ জননী স্পেশালাইজ হসপিটালের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি ঢাকা-খুলনা মহাসড়কের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মধুখালী রেলেগট এলাকায় এসে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সমাবেশে উপজেলা যুবদলের আহবায়ক এস এম মুক্তার হোসেন, সদস্য সচিব তারিকুল ইসলাম এনামুল, কৃষকদলের আহবায়ক মেহেদি হাসান মন্নু, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জহিরুল ইসলাম লিটন ও ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম আরেফিন সহ প্রমূখ বক্তব্য রাখেন। 

এ সময় তারা ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসর মহা দুর্নীতিবাজ ও বিএনপি’র নেতাকর্মীর উপর হামলার মদদাতা শাহ জাফরকে গ্রেফতারের দাবি জানান।

আপনার জেলার সংবাদ পড়তে