হবিগঞ্জের মাধবপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বেনু মাধব রায় (৫০)কে গ্রেফতার করেছে থানা পুলিশ। সে বুল্লা ইউনিয়নের বুল্লা গ্রামের মৃত বিধু ভূষন রায়ের ছেলে। শনিবার বিকালে থানার এস.আই নাজমুল ইসলাম মাাধবপুর পৌর শহরের শ্যামলী আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।
থানার অফিসার ইনচার্জ মোঃ সহিদ-উল্যা জানান জুলাই-আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে তাদের উপর হামলা, ভাংচুর, মারধের ও অগ্নিসংযোগ এর সঙ্গে সরাসরি জড়িত। এবং বর্তমান অন্তবর্তিকালিন সরকারকে অস্থিতিশীল করার জন্য গোপনে সন্ত্রাসীদের সংগঠিত করার সঙ্গে জড়িত।