লংগদুতে নববধূর আত্মহত্যা চেষ্টা; অতঃপর মৃত্যু!

এফএনএস (সাকিব মামুন; লংগদু ও বাঘাইছড়ি, রাঙ্গামাটি) : | প্রকাশ: ৮ নভেম্বর, ২০২৫, ১১:২০ পিএম
লংগদুতে নববধূর আত্মহত্যা চেষ্টা; অতঃপর মৃত্যু!

গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে এক গৃহবধূ। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আসার পথিমধ্যে মৃত্যু হয়েছে মনিয়ারা আক্তার (১৯) নামের এক নববধূর।

ঘটনাটি শনিবার সকালে পার্বত্য জেলা রাঙামাটির লংগদু উপজেলার ২ নম্বর কালাপাকুজ্যা ইউনিয়নের সালামপুর এলাকায় ঘটেছে। গৃহবধূ মনিয়ারা আক্তার একই এলাকার মোহাম্মদ আবু তাহেরের স্ত্রী বলে জানা গেছে।

নববধূর স্বামী আবু তাহের জানায়, তাদের বিয়ের মাত্র ২৮দিন বয়স হয়েছিলো। পারিবারিক কোন কলহ্ না থাকা সত্বেও নিজ ঘেের আড়ার সাথে গলার ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন মনিয়ারা। বাহির থেকে পরিবারের লোকজন ডাকলে সাড়া না পেয়ে দরজা ভাঙলে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এ বিষয়ে লংগদুর থানার ওসি (তদন্ত) স্বরজিৎ দে জানান, ঘটনার সাথে সাথে হাসপাতাল থেকে মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। ময়নাতদন্তের জন্য রাঙামাটি সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে