রাজবাড়ীর বালিযাকান্দি উপজেলায় দুই শতাধিক সনাতন ধর্মাবলম্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগদান করেছেন। শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের আমতলা বাজারে স্থানীয়দের আয়োজনে ৭ নভেম্বর উপলক্ষ্যে দলীয় প্রামাণ্যচিত্র প্রদর্শন অনুষ্ঠান শেষে তারা বিএনপিতে যোগ দেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক ও রাজবাড়ী-২ আসনের (পাংশা-বালিয়াকান্দি-কালুখালী) বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাটার্নি জেনারেল ব্যারিস্টার কাজী রহমান মানিকের হাতে ফুল ও ধানের শীষ দিয়ে আনুষ্ঠানিকভাবে যোগ দেন তারা।
এ সময় নবাগতরা ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার অঙ্গিকার ব্যক্ত করেন।
উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রোকনুজ্জামান শাহিনের সভাপতিত্বে যোগদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রফিকুজ্জামান লিটন, ভ’মিহীন নেতা রুহুল আমীন, ওলামাদলের সহসভাপতি হাফেজ তাছির উদ্দিন, সদ্য যোগদানকৃত গোপাল বিশ্বাস, কুমারেশ সরকার, ভ’লেন মাতুব্বর প্রমূখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি কাজী রহমমান মানিক বলেন, বাংলাদেশে কোন সংখ্যালঘু নেই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সব সময় বলেন- এই দেশের প্রতিটি মানুষ সমান অধিকারী। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্ট্রান সবাই এই মাটির সন্তান। আজ বালিয়াকান্দিতে দুই শতাধিক হিন্দু পরিবার বিএনপিতে যোগদান করায় প্রমাণ হয়েছে মানুষ বিএনপিকে ভালোবাসে। দলটির সঙ্গে থাকতে চাই।
গোপাল বিশ্বাস ও ভ’লেন মাতুব্বর জানান, তারা জিয়াউর রহমানের আদর্শ ও নীতিকে আগের থেকেই পছন্দ করতেন। তাই তারা ব্যারিস্টার কাজী রহমান মানিকের হাতে ধানের শীষ ও ফুল দিয়ে আনুষ্ঠানিক ভাবে বিএনপিতে যোগদান করেছেন।