মেহেরপুরে বাসের ধাক্কায় নিহত ১

এফএনএস (ফারুক আহমেদ; মেহেরপুর) : | প্রকাশ: ৯ নভেম্বর, ২০২৫, ১২:৩৫ পিএম
মেহেরপুরে বাসের ধাক্কায় নিহত ১

মেহেরপুরে বিআরটিসি বাসের ধাক্কায় সমিকুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। রোববার সকাল ৭টার দিকে মেহেরপুর-চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কের হাবিব অটো রাইস মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সমিকুল মেহেরপুর পৌর এলাকার মল্লিকপাড়ার মৃত খাদেমুল ইসলামের ছেলে। 

মেহেরপুর ফায়ার স্টেশন অফিসার শামিম রোজা ও প্রত্যক্ষদর্শীরা জানান, সমিকুল দীর্ঘদিন ধরে ওই এলাকায় প্লাস্টিকের বোতল ও পলিথিন সংগ্রহ করে বিক্রি করতেন। সকালে রাস্তা পার হওয়ার সময় মেহেরপুর থেকে চুয়াডাঙ্গাগামী যাত্রীবাহী বিআরটিসি বাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা এসে মরদেহ উদ্ধার করে।

মেহেরপুর সদর থানার ওসি শেখ মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে