পিরোজপুরের কাউখালী মহিলা ডিগ্রী কলেজের আয়োজনে, রবিবার (৯ অক্টোবর) সকাল কলেজের হলরুমে মহিলা ডিগ্রী কলেজে একাদশ শ্রেণীর নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ ও ২০২৫ সালে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।
কাউখালী মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ অলক কর্মকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান ও অত্র কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি এসএম আহসান কবির ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও অত্র কলেজের ম্যানেজিং কমিটির সদস্য এইচএম দ্বীন মোহাম্মদ। এ সময় বক্তব্য রাখেন, কাউখালী মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আকতারুজ্জামান, কুমকুম ভট্টাচার্য, নুরুন্নাহার মনু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, ম্যানেজিং কমিটির সদস্য ও স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাকিব তালুকদার, মাস্টার কিরণ চন্দ্র হালদার, মোহাম্মদ নুরুজ্জামান প্রমুখ।
এ সময় নবীন ছাত্র ছাত্রীদের ফুলের শুভেচ্ছা ও জিপিএ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।