নওগাঁর রাণীনগর থানাপুলিশ অভিযান চালিয়ে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামীসহ মোট ৫জনকে গ্রেফতার করেছে। শনিবার রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় একজন মাদক কারবারীর নিকট থেকে গাঁজা উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের রোববার আদালতে প্রেরণ করা হয়েছে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো: রায়হান জানান,শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় উপজেলার কালীগ্রামের আয়েত আলীর ছেলে আরিফুল ইসলাম (৩০) কে নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আরিফুল ইসলাম মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী ছিলেন। এছাড়া একই রাতে উপজেলার মিরাট চরকানাই ডাঙ্গাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ওই গ্রামের সুকা খানের ছেলে সালমান খান (৩০) কে ৪০গ্রাম গাঁজাসহ আটক করা হয়। রাতেই তার বিরুদ্ধে মাদক মামলা রুজু করা হয়েছে। একই রাতে অভিযান চালিয়ে আদালতের পরোয়ানাভুক্ত আসামী উপজেলার গোনা গ্রামের ভুট্রর ছেলে গোলাপ খান,গুঠনিয়া গ্রামের সুভল চন্দ্রের ছেলে পলাশ চন্দ্র এবং কাশিমপুর গ্রামের আলম সরকারের স্ত্রী আক্তারণ বিবিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের রোববার আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।