পূর্ব শত্রুতার জেরে স্বেচ্ছাসেবক দল নেতার হামলায় আহত ৬

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ৯ নভেম্বর, ২০২৫, ০৫:২৯ পিএম
পূর্ব শত্রুতার জেরে স্বেচ্ছাসেবক দল নেতার হামলায় আহত ৬

পূর্ব শত্রুতার জেরধরে বরিশাল নগরীর ৫ নম্বর ওয়ার্ডের পলাশপুর এলাকায় মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আপন চৌধুরী বাবুর নেতৃত্বে হামলার ঘটনা ঘটেছে। হামলায় একই পরিবারের চারজনসহ ছয়জন আহত হয়েছেন।শনিবার (৮ নভেম্বর) দিবাগত রাতে এ হামলার ঘটনা ঘটেছে।

হামলায় গুরুত্বর আহত উত্তরা ইউনিভার্সিটির শিক্ষার্থী মিজান সরদার, তার ভাই স্বপন সরদার, বাবা জাকির সরদার, মা মাসুমা বেগম, স্থানীয় বাসিন্দা আলমগীর হোসেনকে স্থানীয়রা উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন। রোববার (৯ নভেম্বর) দুপুরে বরিশাল প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে আহত মিজান সরদার এ অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে মিজান সরদার বলেন-পূর্ব শত্রুতার জেরধরে মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক একই এলাকার মৃত জাফর চৌধুরীর ছেলে আপন চৌধুরী বাবুর নেতৃত্বে আমাদের পরিবারের ওপর সশস্ত্র হামলা চালানো হয়। হামলাকারীরা আমাদের এলোপাথাড়ি মারধর করে ঘরের দরজা-জানালা ভাঙচুর করে।

তিনি আরও বলেন-হামলায় নেতৃত্ব দিয়েছে আপন চৌধুরী বাবু। তার সাথে অংশ নেয় একই এলাকার আবুল কাশেম, রিয়ন, রফিক, রিয়াজ, হৃদয়, ইসমাইল, পারভেজ, শুভ, অপু, আরাফাত, আসলাম, আলমাস, সজল, সজীবসহ আরো ২০/২৫ জন সন্ত্রাসী।

মিজান সরদার দাবি করেন, হামলার সময় স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা খুন জখমের হুমকি প্রদর্শন করে। পরে তারা কাউনিয়া থানা পুলিশ ও সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডারকে বিষয়টি অবহিত করেন।

অভিযোগ করে তিনি (মিজান) বলেন, আপন চৌধুরী বাবুর নামে একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমি দখলসহ নানা অভিযোগ রয়েছে।সংবাদ সম্মেলনে মিজান সরদার হামলাকারীদের গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তিসহ তাদের পরিবারের নিরাপত্তার দাবি করেন। তবে হামলার অভিযোগ অস্বীকার করে বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আপন চৌধুরী বাবু বলেন, তাদের সাথে আমার কোনো দ্বন্ধ নেই।

এ ব্যাপারে কাউনিয়া থানার ওসি মো. ইসমাইল হোসেন বলেন, হামলার ঘটনা শুনেছি। এ ঘটনায় এখনও কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে