নিরাপত্তা, সুরক্ষা ও জরুরি পরিস্থিতি মোকাবিলায় অগ্নিনির্বাপণ মহড়া চালিয়েছে বেনাপোল বন্দর কর্তৃপক্ষ। বরিবার (৯ নভেম্বর) সকাল ১১ টায় বেনাপোল স্থলবন্দরের পরিচালক মো.শামীম হোসেন নির্দেশনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন বন্দরের ১নং শেডের সামনে এ মহড়া আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপ-পরিচালক সজীব নাজির, উপ-পরিচালক রুহুল আমিন, বন্দরের ফায়ার ইনচার্জ মো. শাহিন হোসেন, শার্শা উপজেলা ফায়ার স্টেশন অফিসার বায়জিদ বোস্তামি, স্থলবন্দর শ্রমিক সংগঠনের সদস্যরা। মহড়ায় অংশ নেয় বেনাপোল বন্দর কর্তৃপক্ষের ফায়ার ফাইটিং ইউনিট ও সিভিল ডিফেন্সের ইউনিট।