গফরগাঁওয়ে নবগঠিত দুর্নীতি প্রতিরোধ কমিটির পরিচিতি ও সভা

এফএনএস (রফিকুল ইসলাম খান; গফরগাঁও, ময়মনসিংহ) : | প্রকাশ: ৯ নভেম্বর, ২০২৫, ০৫:৪০ পিএম
গফরগাঁওয়ে নবগঠিত দুর্নীতি প্রতিরোধ কমিটির পরিচিতি ও সভা

“ দুর্নীতি করব না, দুর্নীতি মানব না, দুর্নীতি সইবো না ”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে নবগঠিত ময়মনসিংহের গফরগাঁও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. কে. এম. এহছান এডভোকেট এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এন. এম. আবদুল্লাহ-আল-মামুন। বিশেষ অতিথি ছিলেন গফরগাঁও সার্কেলে অতিরিক্ত পুলিশ সুপার মনতোষ বিশ্বাস ও গফরগাঁও থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বাচ্চু মিয়া। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক রফিকুল বাসার।

পরিচিতি সভায় নবগঠিত কমিটির সদস্যবৃন্দ নিজেদের দায়িত্ব পালনে অঙ্গীকার ব্যক্ত করেন। শেষে কমিটির নতুন, পুরাতন ও অতিথিবৃন্দকে বিদায়ী সভাপতি ডা. কে. এম. এহছান, এডভোকেট এর পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে নবগঠিত উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এবিএম মোখলেছুর রহমান, সহ-সভাপতি ডা. কে. এম. নাজমুল হুদা এডভোকেট, সাধারণ সম্পাদক এইচএম তৌহিদুল ইসলামসহ সুজন সভাপতি মোঃ নূর আবেদীন, অধ্যক্ষ মাজহারুল ইসলাম খান ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে