চাটমোহরে স্কুলছাত্রসহ দু’জনের আত্মহত্যা

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ৯ নভেম্বর, ২০২৫, ০৬:১৯ পিএম
চাটমোহরে স্কুলছাত্রসহ দু’জনের আত্মহত্যা

পাবনার চাটমোহরে এক স্কুলছাত্র ও একজন বৃদ্ধ কীটনাশক বিষপাণে আত্মহত্যা করেছে। ঘটনা দু’টি ঘটেছে শনিবার। এ ব্যাপারে চাটমোহর থানায় পৃথক দুইটি ইউডি মামলা হয়েছে। এনিয়ে চলতি বছর চাটমোহর উপজেলায় ৩৫টি অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটলো। 

থানা সূত্রে জানা গেছে,উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের বামনগ্রামের আঃ আজিজের ছেলে বামনগ্রাম উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর শিক্ষার্থী বরকত আলী (১৭) রোববার সকালে সকলের অগোচরে কীটনাশক বিষপান করে। বাড়ির লোকজন টের পেলে তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। রাজশাহী নেওয়ার পথে বিকেলে বরকত আলী মারা যায়। মুত্যুর কারণ জানা যায়নি।

একইভাবে উপজেলার নিমাইচড়া ইউনিয়নের গৌড়িপুর গ্রামের বৃদ্ধ তফিজ উদ্দিন (৬৫) পারিবারিক কলহের কারণে গ্যাস ট্যাবলেট খায়। বাড়ির লোকজন টের পেয়ে তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। রাজশাহী নেওয়ার পথে তার মৃত্যু হয়। চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম আত্মহত্যার বিষয় নিশ্চিত করে জানান এ বিষয়ে থানায় ইউডি মামলা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে