গৌরনদীতে বিদ্যুস্পৃষ্ট হয়ে প্রবাসীর মৃত্যু

এফএনএস (এস এম ওমর আলী সানি; আগৈলঝাড়া, বরিশাল) :
| আপডেট: ৯ নভেম্বর, ২০২৫, ০৬:৩৭ পিএম | প্রকাশ: ৯ নভেম্বর, ২০২৫, ০৬:৩৫ পিএম
গৌরনদীতে বিদ্যুস্পৃষ্ট হয়ে প্রবাসীর মৃত্যু

বরিশালের গৌরনদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজিব সরদার (২৭) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। রবিবার সকালে আশোকাঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রবাসী  রাজিব সরদার আশোকাঠি এলাকার মালেক সরদারের ছেলে ।

স্থানীয়দের কাছ থেকে জানা যায়, রাজিব সরদার দীর্ঘ দুই ধরে ব্রুনাই ছিলেন। চার-পাঁচ মাস আগে দেশে আসেন। রবিবার সকাল নয়টার দিকে নিজেদের পুকুরে মাছ ধরতে শিকার করতে নামেন। এসময় তার গায়ে বিদ্যুতের তার লেগে স্পৃষ্ট হয়ে আহত হন। বাড়ির লোকজন উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সএ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাজিব সরদারকে মৃত ঘোষণা করেন। 

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, ‘বিদ্যুতায়িত হয়ে আশোকাঠিতে এক ব্যাক্তি মারা গেছেন। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে