টেকসই উন্নয়নে মৎস্য সম্পদ রক্ষা ও মৎস্য আইন বাস্তবাবায়ন শীর্ষক কর্মশালা ৯ নভেম্বর বেলা ১১ ঘটিকায় জেলা মৎস্য ভবনে অনুষ্ঠিত হয়। জেলা মৎস্য অধিদপ্তর এর আয়োজন করেছে।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় মৎস্য অধিদপ্তরের পরিচালক নৃপেন্দ্র নাথ বিশ্বাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ রিপন কুমার পাল। মুল প্রবন্ধ উপস্থাপনা করেন মৎস্য অধিদপ্তরের জেলা কর্মকর্তা আ.ন.ম আশরাফুল কবীর।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- মেলান্দহ মৎস্য কর্মকর্তা আশিকুর রহমান, জেলা মৎস্য বীজ উৎপাদন কর্মকর্তা রেজাউল করিম, জেলা প্রেসক্লাবের ভাইস প্রেসিডেন্ট-ইত্তেফাক সংবাদদাতা শাহ জামাল প্রমুখ। কর্মশালায় মৎস্য আইন, মৎস্য সম্পদ রক্ষা, নিরাপদ খাদ্য বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করা হয়।