দিনাজপুরের চিরিরবন্দরে প্রাথমিক শিক্ষকদের বিক্ষোভ মিছিল ও শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৯ নভেম্বর রোববার বিকেল সাড়ে ৩ টায় উপজেলার ঘুঘুরাতলী মোড়ে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতি চিরিরবন্দরের আয়োজনে প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের ১০ম গ্রেডসহ ৩ দফা দাবিতে চলমান শিক্ষক আন্দোলনে পুলিশ কতৃক লাঠিচার্জ, টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও জলকামান দিয়ে হামলার প্রতিবাদে শিক্ষক সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতির রুহুল আমিন, মামুনুর রশিদ নাসির, বেলাল হোসেন, আবু তাহের, মাহফুজুল হক আমান মানিক, সাইফুল ইসলাম, ইমরুন নাহার, মাহবুবুর রহমান প্রমূখ বক্তব্য রাখেন। সমাবেশে বক্তারা বলেন-দাবি আদায় না হওয়া পর্যন্ত বিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে। কোন প্রতিষ্ঠান প্রধান সহযোগিতা না করলে তাকে কঠোর জবাব দেয়া হবে। প্রয়োজনে তাকে অফিসে তালা মেরে রেখে হলেও আন্দোলন অব্যাহত রাখতে হবে। শিক্ষক সমাবেশ উপলক্ষে উপজেলার ৫ শতাধিক শিক্ষক আন্ধারমূহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জমায়েত হয়। সেখান থেকে তারা বিক্ষোভ মিছিল নিয়ে এসে ঘুঘুরাতলী মোড়ে সমাবেশ করে।