মেহেরপুরে বিলে শাপলা তুলতে গিয়ে ৪ স্কুলশিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ৯ নভেম্বর, ২০২৫, ০৭:০৫ পিএম
মেহেরপুরে বিলে শাপলা তুলতে গিয়ে ৪ স্কুলশিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

মেহেরপুর সদর উপজেলার মোমিনপুর বিলে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে চার স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার (৯ নভেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের সবাই স্থানীয় বিদ্যালয়ের শিক্ষার্থী।

নিহতদের পরিচয় পাওয়া গেছে— ফাতেমা (১৪), রাফিয়া (১২), আলিয়া (১১) ও মিম (১৪)। তারা কাছাকাছি এলাকায় বসবাস করত এবং দুপুরের পর একসঙ্গে শাপলা তুলতে বিলে গিয়েছিল বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, শাপলা তুলতে গিয়ে হঠাৎ একটি শিক্ষার্থী পানিতে ডুবে গেলে তাকে উদ্ধার করতে অন্য তিনজনও পানিতে নামে। এক পর্যায়ে চারজনই তলিয়ে যায়। খবর পেয়ে গ্রামবাসী তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চারজনকেই মৃত ঘোষণা করেন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “বিকেল সোয়া ৫টার দিকে মোমিনপুর বিলে শাপলা তুলতে গিয়ে চার শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে পৌঁছেছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আপনার জেলার সংবাদ পড়তে