রংপুরের মাহিগঞ্জ থানার নাচনিয়া পল্লীতে অবস্থিত মায়া পেপার মিলসে কাজ করার সময় এক কর্মচারীর হাত কেটে গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে।
শনিবার (০৯ নভেম্বর ২০২৫) দুপুর প্রায় ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত কর্মী রংপুর মহানগরীর হারাগাছ আমবাড়ি এলাকার জামাল হোসেনের ছেলে রাজু ইসলাম (৩২)।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে মিলের ভেতরে যন্ত্রপাতি পরিচালনার সময় হঠাৎ অসাবধানতাবশত রাজুর বাম হাত কব্জি থেকে কেটে যায়। সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তিনি হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় সহকর্মীরা জানান, দুর্ঘটনার পরপরই মিলে সাময়িকভাবে কাজ বন্ধ রাখা হয় এবং কর্তৃপক্ষ বিষয়টি তদন্তের আশ্বাস দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মায়া পেপার মিলে এর আগেও শ্রমিক নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল। শ্রমিকরা নিরাপত্তা সরঞ্জাম ও সতর্কতা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন। বর্তমানে আহত রাজুর শারীরিক অবস্থা আশঙ্কাজনক নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা।