কোর্টে হাজিরা দিতে গিয়েই গুলিতে শীর্ষ সন্ত্রাসী মামুন নিহত

এফএনএস অনলাইন: | প্রকাশ: ১০ নভেম্বর, ২০২৫, ০৩:৫০ পিএম
কোর্টে হাজিরা দিতে গিয়েই গুলিতে শীর্ষ সন্ত্রাসী মামুন নিহত

রাজধানীর পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে দুর্বৃত্তদের গুলিতে শীর্ষ সন্ত্রাসী তারিক সাইফ মামুন (৫৬) আদালতে একটি মামলার হাজিরা দিতে গিয়ে নিহত হয়েছেন। এমনটি জানিয়েছেন নিহতের স্ত্রী রিপা আক্তার।

মামুনের স্ত্রী রিপা আক্তার জানান, “আমার স্বামী বিএনপি সমর্থিত একজন কর্মী ও পাশাপাশি ব্যবসা করতো। আজ তার কোর্টে হাজিরা ছিল। আমরা জানতে পারি আমার স্বামী গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে আছেন। পরে ঢাকা মেডিকেলে হাসপাতালে এসে আমার স্বামীকে মৃত অবস্থায় দেখতে পাই।”

সোমবার বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মামুন লক্ষ্ণীপুর সদরের মোবারক কলোনির এস এম ইকবাল হোসেনের ছেলে।

এদিকে ঢাকা ন্যাশনাল মেডিকেলের ওয়ার্ড মাস্টার মহিবুল্লাহ জানান, “আনুমানিক বেলা ১১টার দিকে তাদের হাসপাতালের সামনের গোলাগুলির ঘটনা ঘটে। শব্দ শুনে হাসপাতালের মেইন গেটের সামনের এসে ওই ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখি। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে ন্যাশনাল হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি দেখে সেখান থেকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসি। তবে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।”

আপনার জেলার সংবাদ পড়তে