নওগাঁর রাণীনগর উপজেলার কালিগ্রাম উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অত্র বিদ্যালয়ের আয়োজনে শিক্ষার গুনগত মান উন্নয়নের লক্ষে সোমবার এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় পরিচালনা আহ্বায়ক কমিটির সভাপতি মাহমুদ কলি ছোলাইমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ উদ্দীন,কসবা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুর রহমান,অভিভাবক সদস্য মো: ওহেদুল ইসলাম মিলন ও জিয়াউর রহমান,রাণীনগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাহাজুল ইসলাম,সহকারী শিক্ষক জুয়েল হোসেন,নিহার সুলতানা, জাকির হোসেন ও হাসান আলী,শিক্ষার্থী অভিভাবক নুরল হক,রহেদুল ফকির,রবিউল ইসলাম প্রমূখ। সমাবেশে বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীবৃন্দ এবং শিক্ষার্থী অভিভাবকরা উপস্থিত ছিলেন। সমাবেশে শিক্ষার গুনগত মান উন্নয়নে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।