চিতলমারীতে কিস্তি দিতে না পারায় গৃহবধুর আংটি, নাকফুল নিলো এনজিওকর্মী

এফএনএস (মোঃ একরামুল হক মুন্সী; চিতলমারী, বাগেরহাট) :
| আপডেট: ১০ নভেম্বর, ২০২৫, ০৪:৪৫ পিএম | প্রকাশ: ১০ নভেম্বর, ২০২৫, ০৪:৪৫ পিএম
চিতলমারীতে কিস্তি দিতে না পারায় গৃহবধুর আংটি, নাকফুল নিলো এনজিওকর্মী

বাগেরহাটের চিতলমারীতে ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট নামের একটি এনজিও কর্মীর বিরুদ্ধে শ্রাবণী হীরা (২২) নামের এক গৃহবধূর স্বর্ণের আংটি, নাকফুল ও পিতলের বদনা নেওয়ার অভিযোগ উঠেছে।  খেলাপি কিস্তির টাকা পরিশোধ না করায় ওই এনজিও’র এক মাঠ কর্মী পাশ বইয়ে আংটি বাবদ ৮ হাজার ও বদনা বাবদ ১ হাজার ৫০০ টাকা জমা করেছেন। শনিবার (০৮ নভেম্বর) এই ঘটনার পর গৃহবধুর একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় সমালোচনার সৃষ্টি হয়। আজ সোমবার গৃহবধুর গ্রামেরবাড়ী আড়ুয়াবর্ণী হিন্দু পাড়ায় গেলে তিনি বিস্তারিত বিষয়ের সত্যতা জানান। তবে এনজিওটির কর্মকর্তা-কর্মচারীদের দাবী গৃহবধূ খুশি হয়ে তাদের হাতে আংটি, নাকফুল ও বদনা তুলে দিয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে