মাধবপুরে ভারতীয় চোরাই মালামাল উদ্ধার

এফএনএস (এম এম মফিজুর রহমান; মোল্লাহাট, বাগেরহাট) : | প্রকাশ: ১০ নভেম্বর, ২০২৫, ০৪:৫৯ পিএম
মাধবপুরে ভারতীয় চোরাই মালামাল উদ্ধার

হবিগঞ্জের মাধবপুরে প্রায় অর্ধ কোটি টাকা মূল্যের ভারতীয় চোরাই মালামাল উদ্ধার করেছে হবিগঞ্জ ৫৫ বিজিবি। হবিগঞ্জ ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান জানান শনিবার দিবাগত রাতে ঢাকা-সিলেট মহাসড়কের মাাধবপুর উপজেলার তেলিয়াপাড়া এলাকায় হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর চৌকস টহল দল অভিযান চালিয়ে একটি ট্রাককে থামার সংকেত দিলে বিজিবি’র উপস্থিতি বুঝতে পেরে চালক ট্রাকটি ফেলে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবির সদস্যরা বালুর ট্রাকটি তল্লাশী করে অভিনব কায়দায় লুকানো ভারত হতে অবৈধ পথে আনা বিপুল পরিমান ভারতীয় বিভিন্ন প্রকার কসমমেটিকস আটক করে, যার মূল্য ৩৬ লক্ষ ৮৮ হাজার ৫০০ টাকা। এছাড়া জগদিশপুর মুক্তি যোদ্ধা চত্ত্বরে অপর একটি স্থানে অভিযান চালিয়ে ৩ লক্ষ ৫৯ হাজার ৪০০ টাকা মূল্যের ৩০০ কেজি রাবার, ২১০ প্যাকেট কয়েল, ০১টি মোটর সাইকেল এবং ০৩টি বাই সাইকেল আটক করে। যার মূল্য ১ লক্ষ ৫ হাজার টাকা। জব্দকৃত মালামাল শায়েস্তাগঞ্জ কাস্টমে জমা দেয়া হয়।

আপনার জেলার সংবাদ পড়তে