কর্ণেল দিদারুল আলম

আমি রাজনীতিতে এসেছি জনগণের সেবা করতে, স্বার্থের জন্য নয়

এফএনএস (কেশব কুমার বড়ুয়া; হাটহাজারী, চট্টগ্রাম) : | প্রকাশ: ১০ নভেম্বর, ২০২৫, ০৫:৫৭ পিএম
আমি রাজনীতিতে এসেছি জনগণের সেবা করতে, স্বার্থের জন্য নয়

চট্টগ্রাম-৫ (হাটহাজারী-বায়েজিদ) আসনে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর ঈগল প্রতীকের প্রার্থী লে. কর্নেল মো. দিদারুল আলম, পিএসসি (অব.) বলেছেন, “আমি রাজনীতিতে এসেছি জনগণের সেবা করতে, স্বার্থের জন্য নয়। আমাদের লক্ষ্য-জনগণের নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের নিশ্চয়তা।”

তিনি আরও বলেন, “একটি সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত আধুনিক হাটহাজারী গড়তে আমি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব। আমি এই হাটহাজারীকে পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে আমুল বদলে দিতে চাই। হাটহাজারীতে পরিবর্তন চান কিনা- সে সিদ্ধান্ত এখন জনগণের হাতে।” গতকাল  হাটহাজারীতে এবি পার্টির সংগঠকদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন এবি পার্টির চট্টগ্রাম জেলা সমন্বয়ক ন. ম. জিয়াউল হক চৌধুরী।

এ সময় আরও উপস্থিত ছিলেন এবি পার্টি হাটহাজারী শাখার যুগ্ম আহ্বায়ক জয়নুল আবেদীন, প্রফেসর আব্দুল আউয়াল, সাইফুল ইসলাম ফারুক, মো. হোসেন মাহমুদ, সদস্য সচিব মো. রিদওয়ান, যুগ্ম সদস্য সচিব মো. শহিদুল্লাহ, হাফেজ মাওলানা জাহিদুল আলম, সোলায়মান পাশা, মো. জাকারিয়া ও মো. জাবেদসহ স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দ।

সভায় বক্তারা বলেন, লে. কর্নেল মো. দিদারুল আলমের নেতৃত্বে হাটহাজারী-বায়েজিদ অঞ্চলে একটি জবাবদিহিমূলক, সেবামুখী ও আদর্শভিত্তিক রাজনীতির ধারা প্রতিষ্ঠিত হবে। তারা সুশাসন, উন্নয়ন ও স্বচ্ছ রাজনীতির প্রতি এবি পার্টির অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

আপনার জেলার সংবাদ পড়তে