হাটহাজারীতে

স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারন শীর্ষক সেমিনার ও প্রদর্শনী

এফএনএস (কেশব কুমার বড়ুয়া; হাটহাজারী, চট্টগ্রাম) : | প্রকাশ: ১০ নভেম্বর, ২০২৫, ০৫:৫৯ পিএম
স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারন শীর্ষক সেমিনার ও প্রদর্শনী

চট্টগ্রামের হাটহাজারীতে উপজেলা পর্যায়ে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারন শীর্ষক সেমিনার ও প্রদর্শনী সোমবার অনুষ্ঠিত হয়। 

উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত প্রদর্শনীতে ১২টি স্টল স্থাপন করা হয়। প্রদর্শনী স্টল গুলো হলো, উপজেলা কৃষি অফিস, প্রানী সম্পদ অফিস, স্থাস্থ্য বিভাগ, মহিলা বিষয়ক কর্মকর্তার দপ্তর, যুব উন্নয়ন দপ্তর, মৎস্য দপ্তর, উপজেলা প্রকৌশল দপ্তর (এল জিইডি) এন জি ও, পরিবার পরিকল্পনা দপ্তর, হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়, মির্জাপুর উচ্চ বিদ্যালল, বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণা পরিষদ (বিসিএসআইআর) । 

 সেমিনারে প্রদর্শনীর উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ ইফতেখার হোসেন। 

প্রদর্শনীর উদ্বোধনের পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন। এতে প্রধান অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ ইফতেখার হোসেন। সেমিনার মুল প্রবন্ধ পাঠ করেন বিসিএসআইআর সিনিয়র সাইন্টিফিক অফিসার ড, মৌসোনা ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মেজবাহ উদ্দিন।  বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় আয়োজিত সেমিনারে শুরুতে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয়। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন মিনহাজ মোক্তাসির।  সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ। সেমিনারে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও প্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ। 

আপনার জেলার সংবাদ পড়তে