ডেঙ্গুতে আরও দুজনের প্রাণ গেল

এফএনএস অনলাইন:
| আপডেট: ১০ নভেম্বর, ২০২৫, ০৬:২৮ পিএম | প্রকাশ: ১০ নভেম্বর, ২০২৫, ০৬:২৮ পিএম
ডেঙ্গুতে আরও দুজনের প্রাণ গেল

দিন যতই সামনে যাচ্ছে ডেঙ্গু আক্রান্ত হয়ে ততই মৃতের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। একই সঙ্গে আক্রান্তের সংখ্যাও হুঁ হুঁ করেই বাড়ছে। সবশেষ পাওয়া তথ্য অনুযায়, একদিনে এই সংক্রামণ রোগে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ১ হাজার ১৭৯ জন রোগী।

স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে সোমবার এ তথ্য জানানো হয়েছে।

তথ্য অনুযায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২ জন মারা গেছেন। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী (২৩৯ জন) হাসপাতালে ভর্তি হয়েছে।

এছাড়াও গত একদিনে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭২ জন ছাড়াও বরিশাল বিভাগে ১৬৯ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৫৭ জন, চট্টগ্রামে ১৫১ জন, রাজশাহীতে ১০৯ জন, ময়মনসিংহে ৮৯ জন, খুলনায় ৭০ জন, রংপুরে ১২ জন, এবং সিলেটে ৮ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর ১ জানুয়ারি থেকে সোমবার পর্যন্ত ডেঙ্গুতে মোট ৩১৫ জন মারা গেছেন। এরমধ্যে সবচেয়ে বেশি মৃত্যু (১৫২ জন) হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে। 

পাশাপাশি এই সময়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৫০ জন ছাড়াও বরিশাল বিভাগে ৪৩ জন, চট্টগ্রাম বিভাগে ২৫ জন, রাজশাহী বিভাগে ১৬ জন, ময়মনসিংহ বিভাগে ১৩ জন, খুলনা বিভাগে ৯ জন, ঢাকা বিভাগে ৬ জন এবং সিলেট বিভাগে একজন ডেঙ্গুতে মারা গেছেন।

আপনার জেলার সংবাদ পড়তে