পাবনা-৩ আসনে জাতীয় নাগরিক পার্টির প্রার্থী খন্দকার লেবু

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ১০ নভেম্বর, ২০২৫, ০৬:৩২ পিএম
পাবনা-৩ আসনে জাতীয় নাগরিক পার্টির প্রার্থী খন্দকার লেবু

পাবনা-৩ (চাটমোহর,ভাঙ্গুড়া ও ফরিদপুর) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনয়ন পাচ্ছেন খন্দকার আকতার হোসেন লেবু। ইতোমধ্যে তিনি দলীয় মনোনয়ন ফরম তুলেছেন।

গত শনিবার (৯ নভেম্বর) এনসিপি’র কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। মনোনয়ন ফরম জমা শেষে তিনি শিগগিরই চাটমোহর,ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলায় গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা শুরু করবেন বলে জানিয়েছেন।

চাটমোহর পৌর সদরের আফ্রাতপাড়া বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দা খন্দকার আক্তার হোসেন লেবু প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন,“আমি এনসিপি’র দলীয় মনোনয়ন ফরম তুলেছি। জনগণের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা নিয়ে আসন্ন নির্বাচনে অংশ নিতে চাই। সকলের সমর্থন,পরামর্শ ও দোয়া কামনা করছি।”তিনি স্থানীয় সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন। একইসাথে পাবনা-৩ আসনের সর্বস্তরের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে স্বচ্ছ ও জনকল্যাণমুখী রাজনীতি গড়ার  প্রত্যয় ব্যক্ত করেন।

আপনার জেলার সংবাদ পড়তে