চাটমোহরে জাসাসের বিপ্লব ও সংহতি দিবস পালন

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ১০ নভেম্বর, ২০২৫, ০৬:৩৩ পিএম
চাটমোহরে জাসাসের বিপ্লব ও সংহতি দিবস পালন

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাসাস চাটমোহর উপজেলা শাখার আয়োজনে রবিবার (৯ নভেম্বর) উপজেলার বোঁথর গ্রামে কৃষিবিদ হাসান জাফির তুহিন অডিটোরিয়ামে তথ্যচিত্র প্রদশৃনী,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

‘নতুন বাংলাদেশ গড়ার শপথ’ শীর্ষক অনুষ্ঠানের উদ্বোধন করেন জাসাস পাবনা জেলা শাখার আহবায়ক খালেদ হোসেন পরাগ। জাসাস চাটমোহর উপজেলা আহবায়ক এস এম আলী আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা-৩ আসনের বিএনপি প্রার্থী ও কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি হাসান জাফির তুহিন। বক্তব্য দেন,পাবনা জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড.মাসুদ খন্দকার,ঢাকা দক্ষিণ বিএনপির সদস্য এ্যাড.আরিফা সুলতানা রুমা,জাসাস পাবনা জেলা শাখার সদস্য সচিব আঃ মান্নান ভুঁইয়া,চাটমোহর পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আরশেদসহ বিএনপি ও অঙ্গ সংগঠণের নেতৃবৃন্দ। 


আপনার জেলার সংবাদ পড়তে