সংবিধানের চেয়ে জনগণের অভিপ্রায় অধিক গুরুত্বপূণ: আযাদ

এফএনএস অনলাইন: | প্রকাশ: ১০ নভেম্বর, ২০২৫, ০৬:৫৮ পিএম
সংবিধানের চেয়ে জনগণের অভিপ্রায় অধিক গুরুত্বপূণ: আযাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ সোমবার সন্ধ্যায় রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত আটটি ইসলামী দলের বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে বললেন, “যারা বলে সংবিধানে গণভোটের বিধান নেই, তারা আসলে ফ্যাসিবাদী আমলকে সমর্থন করছে। সংবিধানের চেয়ে জনগণের অভিপ্রায় অধিক গুরুত্বপূর্ণ।”

হামিদুর রহমান আযাদ বলেন, “সংবিধান মানতে হলে ২০২৬ সালে নির্বাচন আয়োজন সম্ভব নয়। সে অনুযায়ী পাঁচ বছর অপেক্ষা করতে হবে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, গণভোট, পিআর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে মঙ্গলবার রাজধানীর পল্টনে সমাবেশ করবে আটটি ইসলামী দল। এই সমাবেশ থেকে সরকার ও জনগণের উদ্দেশে চলমান আন্দোলনের বার্তা পৌঁছে দেওয়া হবে।”

‘বিএনপি ইসলামী দলগুলোর ডাকে সাড়া না দিলেও, বিএনপি ডাকলে ইসলামি দলগুলো আলোচনায় বসতে প্রস্তুত’-উল্লেখ করেন তিনি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আলোচনার মাধ্যমে সমাধান না এলে আন্দোলন চালিয়ে যাওয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে