ধামইরহাটে

পলিথিন-প্লাস্টিক পরিহারে জনসচেতনতায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গম্ভীরা প্রদর্শিত

এফএনএস (মোঃ আবু মুসা স্বপন ; ধামইরহাট, নওগাঁ) : | প্রকাশ: ১০ নভেম্বর, ২০২৫, ০৭:১৯ পিএম
পলিথিন-প্লাস্টিক পরিহারে জনসচেতনতায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গম্ভীরা প্রদর্শিত

নওগাঁর ধামইরহাটে চাপাইনবাগঞ্জ থেকে আগত প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউট শিল্পীদের উপস্থাপনায় আঞ্চলিক ভাষায় ও বিনোদনে ভরা জন সচেতনতামুলক গ্রাম-বাংলরা ঐতিহ্যবাহী গম্ভীরা নাটিকা প্রদর্শিত হয়েছে। মনমুগ্ধকর এই নাটিকা দেখতে হাজারও নারী-পুরুষ ভিড় জমায় পৌর এলাকার ফার্শিপাড়া মিনি স্টেডিয়ামে। সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য (পলিথিন-প্লাস্টিক) ব্যবস্থাপনা বিষয়ক জন সচেতনতা সৃষ্টির লক্ষে এই গম্ভীরা নাটিকা প্রদর্শিত হয়েছে। ১০ নভেম্বর  (সোমবার) বিকাল সাড়ে ৪ টায় ধামইরহাট মিনি স্টেডিয়ামে সুইজারল্যান্ডের অর্থায়নে ওয়াটারএইড ও সুইসকন্টাক্ট বাংলাদেশ কনসোর্টিয়াম এর কারিগরি সহায়তায় বেসরকারী উন্নয়ন সংস্থা ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) গোফরইমপ্যাক্ট কর্মসূচির আয়োজনে এই সচেতনতামূলক গম্ভীরা নাটিকায় উপস্থিত উৎসুক জনতাকে গানে গানে প্লাস্টিক-পলিথিন সহ কঠিন বর্জ্য পরিহারের বার্তা দেন শিল্পীরা।

এ সময় গম্ভীরা নাটিকা অনুষ্ঠানে ইএসডিও’র কো-অর্ডিনেটর মোঃ রেদওয়ানুর রহমান, কো-অর্ডিনেটর ক্যাপাসিটি বিল্ডিং প্রনব কুমার, সিনিয়র অফিসার গীতা মিস্ত্রি, মমতাহেনা এলাহী, পারভীন সুলতানা, মনিটরিং অফিসার জয়রিয়া আক্তার ডালিয়া, ওয়ার্ড আউটরিচ এন্ড মোবিলাইজেন অফিসার মো. মোশারফ হোসেন, শাপলা বানু, শাহানাজ পারভীন সহ বিভিন্ন পর্যায়ের নারী-পুরুষ ও কোমলমতি শিশুরা অংশগ্রহণ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে