নাটোরের লালপুরে এক নারীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাই কালে নারী চোর চক্রের ৩ সদস্যকে স্থানীয় জনতার সহায়তায় গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১০ নভেম্বর) উপজেলার হলমার্কেট এলাকার তেল পাম্পের সামনে থেকে তাদের আটক করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রোকেয়া নামের এক মহিলা ব্যাংকের কাজ শেষে লালপুর ত্রিমোহিনী চত্বর থেকে ভ্যানযোগে বাড়ি ফিরছিলেন। এ সময় নারী চোর চক্রের ৩ নারী সদস্য ওই ভ্যানে উঠে তার গাঁঘেসে বসে কৌশলে তার গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ভুক্তভোগী বুঝতে পেরে চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে এসে তিন নারীকে আটক করে পুলিশে খবর দেয়। তাৎক্ষণিক লালপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নারী চোর চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন।গ্রেপ্তারকৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার ধরমন্ডল গ্রামের আবুল হোসেনের স্ত্রী কুলসুমা বেগম (৫০), ইব্রাহিম মিয়ার স্ত্রী সুলতানা আক্তার জুই (২২), নজরুল ইসলামের স্ত্রী নাইমা আক্তার (১৯)। এ ঘটনায় লালপুর থানায় একটি মামলা দেয়া হয়েছে।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নারী চোর চক্রের তিন সদস্যকে আদালতে প্রেরণ করা হয়েছে।