পুলিশের হাত থেকে ছাত্রলীগ কর্মীকে ছিনিয়ে নেয়ার ঘটনায় আটক ৩

এফএনএস (এ.কে. আজাদ সেন্টু; লালপুর, নাটোর) : | প্রকাশ: ১০ নভেম্বর, ২০২৫, ০৭:৩৪ পিএম
পুলিশের হাত থেকে ছাত্রলীগ কর্মীকে ছিনিয়ে নেয়ার ঘটনায় আটক ৩

নাটোরের লালপুরে ছাত্রলীগ কর্মীকে আটকের পর পুলিশের হাত থেকে ছিনিয়ে নেয়ার ঘটনায় ৩যুবক কে আটক করেছে পুলিশ।সোমবার (১০নভেম্বর) ভোর রাতে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করেন। ছিনিয়ে নেওয়া সেই ছাত্রলীগ কর্মীর নাম সাহিদ আলী। সে মাধবপুর গ্রামের জহুরুল ইসলামের ছেলে।

আসামি ছিনিয়ে নেয়ার ঘটনায় আটককৃত হলেন- উপজেলার বাকনাই কদম তলা গ্রামের ইকবাল আলীর ছেলে মেহেদী হাসান (২৪), বজলুর রহমানের ছেলে নয়ন আলী (২৫), কৃষ্ণপুর গ্রামের হামিদ প্রামাণিকের ছেলে রাসেল আহমেদ (৩০)।

থানা সূত্রে জানাযায়, গত শনিবার (৮নভেম্বর) বিকেলে বিলমাড়িয়া স্টেডিয়ামে আয়োজিত বিলমাড়িয়া সুপার লীগের চতুর্থ ম্যাচ খেলার  মধ্যকার বিরতির সময় সাদা পোশাকে পুলিশের কয়েক জন সদস্য লালপুরের রামকৃষ্ণপুর গ্রামে ঈদের দিন ঈদগাহ্ ময়দানে জয় বাংলা স্লোগান দিয়ে হামলা ও গুলি বর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলার তদন্তে প্রাপ্ত আসামি সাহিদ আলী (২১) নামে এক ছাত্রলীগ কর্মীকে আটক করে পুলিশ হ্যান্ডকাপ পরালে উপস্থিত দলীয় নেতা কর্মীসহ মাঠে দর্শকের চাপের মুখে হ্যান্ডকাপ খুলে দিয়ে সাহিদ আলীকে ছেড়ে দেয় পুলিশ।

এঘটনায় পুলিশ বাদী হয়ে লালপুর থানায় সরকারি কাজে বাধা প্রদান ও আসামিকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যেতে সহায়তা করার ঘটনায় একটি মামলা দায়ের করে পুলিশ। ঘটনার সময় ধারণকৃত ভিডিও ফুটেজ দেখে ঘটনার সাথে জড়িত ৩জনকে আটক করে পুলিশ।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম জানান, সরকারি কাজে বাধা প্রদান ও আসামি ছিনতাইয়ের ঘটনায় ৩যুবক কে আটক করে আদালতে প্রেরন করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে