ফুলবাড়ীতে ছাত্রলীগ ট্যাগ মিথ্যা প্রমাণ করে সভাপতির পদ ফিরে পেল ছাত্রদলনেতা

এফএনএস (ফুলবাড়ী, কুড়িগ্রাম) : | প্রকাশ: ১০ নভেম্বর, ২০২৫, ০৮:০৯ পিএম
ফুলবাড়ীতে ছাত্রলীগ ট্যাগ মিথ্যা প্রমাণ করে সভাপতির পদ ফিরে পেল ছাত্রদলনেতা

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ছাত্রলীগ ট্যাাগে ছাত্রদলের ফুলবাড়ী ডিগ্রী কলেজ শাখার সভাপতির পদ স্থগিত হওয়া ছাত্রদলনেতা সানরোজ বসুনিয়া তার বিরুদ্ধে দেয়া অভিযোগ ও ষড়যন্ত্র মিথ্যা,ভুয়া প্রমাণ করে স্থগিত হওয়া পদটি পৃনরায় ফিরে পেয়েছেন।

রোববার (৯ নভেম্বর) কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সভাপতি আমিমুল ইহছান ও সাধারন সম্পাদক হাসান জোবায়ের হিমেলের নির্দেশে ফুলবাড়ী ডিগ্রী কলেজ শাখার সভাপতির পদটির স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়। এ বিয়য়ে কড়িগ্রাম জেলা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক অর্ঘ্য দীপ সাহা স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

জানা গেছে, চলতি বছরের ২২ সেপ্টেম্বর ফুলবাড়ী ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের কমিটি অনুমোদন দেন কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সভাপতি আমিমুল ইহছান ও সাধারন সম্পাদক হাসান জোবায়ের হিমেল।

এতে সভাপতি সানরোজ বসুনিয়া, সিনিয়র সহ-সভাপতি জোনাইদুল ইসলাম আদিল, সহ-সভাপতি সুজন মিয়া, মইনুল ইসলাম, সাধারন সম্পাদক মহেশ্বর রায় শুভ, সিনিয়র যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান হাবিব, যুগ্ম সম্পাদক রবিউল ইসলাম রাজু, রমজান আলী রনি, সাংগঠনিক সম্পাদক রেদওয়ান হাসান তুষার নির্বাচিত হন।

৯ সদস্য বিশিষ্ট্য এই কমিটি প্রকাশ হওয়ার পর সভাপতি সানরোজ বসুনিয়ার বিরুদ্ধে একটি পক্ষ ষড়যন্ত্রে লিপ্ত হয়। তারা তাকে বিতর্কিত করতে ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়ন শাখার ছাত্রলীগের কমিটির তালিকায় এআই-এর মাধ্যমে ইডিট করে ছাত্রলীগ কমিটির ৮নং সদস্য মুসা মিয়ার নামের জায়গায় সানরোজ বসুনিয়ার নাম সংযুক্ত করে।

এরপর ছাত্রলীগের ওই কমিটির তালিকা জেলা ছাত্রদলের কাছে প্রেরণ করে। এ বিষয়টি জেলা ছাত্রদল তদন্তের স্বার্থে ফুলবাড়ী ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সানরোজ বসুনিয়ার পদটি স্থগিত করে। এরপর দীর্ঘ তদন্ত ও প্রমানাদীর মাধ্যমে ফুলবাড়ী ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সানরোজ বসুনিয়ার বিরুদ্ধে অভিযোগ গুলো মিথ্যা ও ভুয়া প্রমান হয়।

এ প্রসঙ্গে ফুলবাড়ী ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সানরোজ বসুনিয়া এ প্রতিবেদককে জানান, আমি ফ্যাসিস্ট শেখ হাসিনা হটাও আন্দোলনে সক্রীয়ভাবে মাঠে ছিলাম। আমাকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সদস্য ট্যাগ দিয়ে আমাকে ছাত্র রাজনীতি থেকে দুরে রাখার বিভিন্ন ষড়যন্ত্র করা হয়েছে। 

আমার আত্মবিশ্বাস ও রাজনৈতিক সততা ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র রুঁখে দিয়েছে। আমি আমার ছাত্র রাজনীতির কাঙ্খিত পদটি ফিরে পেয়েছি। এজন্য আমি আমার রাজনৈতিক শিক্ষা গুরুদের প্রতি শ্রদ্ধাচিত্তে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

আপনার জেলার সংবাদ পড়তে