পার্বতীপুরে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার একেএম কামরুজ্জামানের গণসংযোগ

এফএনএস (সোহেল সানী; পার্বতীপুর, দিনাজপুর) : | প্রকাশ: ১০ নভেম্বর, ২০২৫, ০৮:১১ পিএম
পার্বতীপুরে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার একেএম কামরুজ্জামানের গণসংযোগ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দিনাজপুর -৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনে গণসংযোগ করেছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যক্তিগত আইন বিষয়ক উপদেষ্টা এবং যুক্তরাজ্য বিএনপি'র সহ-সভাপতি ব্যারিস্টার একেএম কামরুজ্জামান।

আজ সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় পার্বতীপুর শহরের কেন্দ্রীয় শহীদ মিনার রোডে নির্বাচনী গনসংযোগ শুরু করেন। এ সময় নির্বাচনী এলাকার শত শত মানুষ ও বিভিন্ন স্তরের নেতা কর্মী তার সাথে উপস্থিত ছিলেন। তাদেরকে নিয়ে বাজারের সকল ধরনের ব্যাবসায়ীদের দোকানে দোকানে গিয়ে তাদের খোজ খবর নেন।

বাজারে গণসংযোগের সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা সংবলিত প্রচারপত্রের বিষয় গুলো সবার মাঝে বলেন। তিনি বাজারে আসা সাধারণ মানুষের নানা সমস্যার কথা শোনেন।

তার এই গণসংযোগের সময় তারা সাথে যেসব নেতাকর্মী উপস্থিত ছিলেন, পার্বতীপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম শাহ, যুগ্ম সাধারন সম্পাদক ও রামপুর ইউপি চেয়ারম্যান শাহাদৎ হোসেন সাদো, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনারুল হক, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুব রশিদ সংগ্রাম, সিনিয়র যুগ্ম আহবায়ক মোমিনুল ইসলাম ডাক্তার, বিশিষ্ট ঠিকাদার ও যুবনেতা সাকিব হোসেন ডলার প্রমুখ। এছাড়া আরো অনেক নেতা ও কর্মী ছিলো।

বাজারের বিভিন্ন দোকানে ও পথচারীদের সাথে তিনি কথা বলার সময় ব্যারিস্টার একেএম কামরুজ্জামান বলেন, তিনি নির্বাচিত হলে মাদক মুক্ত একটি উপজেলা হিসেবে পার্বতীপুর গড়ে তুলবেন। মানুষ পরিবর্তন চায়। আপনাদের এই ভালোবাসা, এই সমর্থনই, নতুন কিছু হবে আপনাদের নিয়েই, আপনাদের নিয়ে সামনে চলব। 

আপনার জেলার সংবাদ পড়তে