রাজধানীর মিটফোর্ড এলাকায় র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ নকল ঔষধ জব্দ

প্রেস বিজ্ঞপ্তি | প্রকাশ: ১০ নভেম্বর, ২০২৫, ০৮:২৫ পিএম
রাজধানীর মিটফোর্ড এলাকায় র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ নকল ঔষধ জব্দ

সোমবার র‌্যাব সদর দপ্তরের মোঃ আবু হাসান, আইন কর্মকর্তা, সিনিয়র সহকারী সচিব, র‌্যাব র্ফোসেস সদর দপ্তর, কুর্মিটোলা, ঢাকা ও র‌্যাব-১০ এর সহযোগিতায় ডিএমপি, ঢাকার কোতয়ালী থানাধীন মিটফোর্ড এলাকায় ভ্রাম্যমাণ আদালত কর্তৃক অভিযান পরিচালিত হয়। অভিযানকালে বিএসটিআই অনুমোদনহীন, মেয়াদোত্তীর্ণ, নকল ও ভেজাল ঔষধ সামগ্রী বিক্রয়ের প্রমাণ পাওয়া যায়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ডিএমপি, ঢাকার কোতয়ালী থানাধীন মিটফোর্ড এলাকায় বিশ্বজিৎ’কে ৫০,০০০/- টাকা জরিমানা, আবুল কাশেম’কে ৩০,০০০/- টাকা জরিমানা এবং কিশোর’কে ১০,০০০/- টাকা জরিমানা করা হয়। অভিযানকালে বিপুল পরিমাণ ভেজাল ও নকল ঔষধ জব্দ করা হয়। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, উক্ত ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ ঔষধ সামগ্রী বিক্রয়ের মাধ্যমে সাধারণ জনগণের স্বাস্থ্য নিয়ে খেলছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। র‌্যাব-১০ এর পক্ষ থেকে সিনিয়র সহকারী পুলিশ সুপার জনাব তাপস কর্মকার ব্যবসায়ীদের উদ্ধেশ্যে জনসচেতনতা মূলক এবং নকল ব্যবসায়ীদের আইনের হাতে সোপর্দ করার জন্য প্রয়োজনীয় তথ্য দিয়ে র‌্যাব’কে সহায়তা করার জন্য উৎসাহ প্রদান করেন।

আপনার জেলার সংবাদ পড়তে