লালমনিরহাটে বিএনপির সদস্য সংগ্রহের দিন জনসভায় পরিনত, এ যেন দুলু ম্যাজিক

এফএনএস (জিন্নাতুল ইসলাম জিন্না; লালমনিরহাট) : | প্রকাশ: ১১ নভেম্বর, ২০২৫, ১১:৫৩ এএম
লালমনিরহাটে বিএনপির সদস্য সংগ্রহের দিন জনসভায় পরিনত, এ যেন দুলু ম্যাজিক

লালমনিরহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সদস্য সংগ্রহ অভিযান এবার এক নতুন মাত্রা পেয়েছে। যেখানেই সদস্য সংগ্রহের দিন ও স্থান ধার্য হচ্ছে, সেখানেই তা স্বতঃস্ফূর্তভাবে জনসভায় রূপ নিচ্ছে। এই গণজোয়ারের মূল কারণ জেলার জনপ্রিয় নেতা ও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু-এর প্রতি সাধারণ মানুষের গভীর ভালোবাসা।

‎সোমবার (১০ নভেম্বর) রাতে ​এরকমই এক অভূতপূর্ব ঘটনা ঘটলো লালমনিরহাট পৌরসভা এলাকার ৫নং ওয়ার্ডে। পৌর বিএনপির সাধারণ সম্পাদক এবং ওই ওয়ার্ডের ৩ বারের বিপুল ভোটে নির্বাচিত কাউন্সিলর আব্দুস ছালাম-এর নেতৃত্বে পরিচালিত সদস্য সংগ্রহ কার্যক্রমে যেন জনস্রোত নেমে আসে। পৌরসভার ৫নং ওয়ার্ডের সাপটানা এলাকায় অনুষ্ঠিত এই কার্যক্রমে সদস্য হতে হাজার হাজার নারী-পুরুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।

‎​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জননন্দিত নেতা, তিস্তা বাঁচাও আন্দোলনের প্রধান সমন্বয়ক ও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

‎এ সময় তিনি উপস্থিত জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাকে নির্বাচিত করার জন্য জোর আহ্বান জানান। যেন সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর লালমনিরহাট জেলার এই ভালবাসার জবাব দিতে পারেন।

‎দুলু আরও বলেন, আপনাদের এই ভালোবাসা, এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে, এই এলাকার মানুষ পরিবর্তন চায়। আজ ৫নং ওয়ার্ডের এই জনসমুদ্র দেখে আমি আবেগাপ্লুত। আপনারা যে আস্থা ও বিশ্বাস নিয়ে আজ এখানে এসেছেন, আমি আপনাদের হতাশ করব না। আমি আপনাদের কাছে এই ওয়াদা করছি, আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি আপনারা আমাকে নির্বাচিত করেন, তবে লালমনিরহাটকে আমি একটি মডেল জেলা হিসেবে গড়ে তুলবো। আমার প্রতিটি কাজ হবে আপনাদের জন্য, জনগণের জন্য।

‎​এদিনের কার্যক্রমে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর সহধর্মিণী লায়লা হাবিব এবং জেলা বিএনপির অন্যান্য নেতাকর্মীও উপস্থিত ছিলেন। নেতাকর্মীরা জানান, জেলার প্রতিটি ওয়ার্ডে অধ্যক্ষ দুলুর উপস্থিতি নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করছে, যা বিএনপির সাংগঠনিক শক্তিকে আরও মজবুত করবে। স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষক মহল মনে করছে, এই গণজোয়ার জেলার রাজনীতিতে বিএনপিকে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যাবে।

আপনার জেলার সংবাদ পড়তে