নির্বাচিত হলে সনাতন ধর্মাবলম্বীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হবে: হান্নান

এফ এম কামাল হোসেন; কাপাসিয়া, গাজীপুর | প্রকাশ: ১১ নভেম্বর, ২০২৫, ১১:৫৬ এএম
নির্বাচিত হলে সনাতন ধর্মাবলম্বীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হবে: হান্নান
গাজীপুর-৪, কাপাসিয়া সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের পদপ্রার্থী ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান রিয়াজ বলেছেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের সমর্থন নিয়ে নির্বাচিত হলে সনাতন ধর্মাবলম্বীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হবে। মুসলমানদের ঈদ পার্বণে যেমন কোনো নিরাপত্তা লাগেনা, তেমনি সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব, কীর্তন সহ যেকোন উৎসবে নিরাপত্তা লাগবে না। সবাই নিশ্চিন্তে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করবেন। তিনি সোমবার রাতে গাজীপুরের কাপাসিয়া উপজেলা সদরে বরুন গ্রামের সনাতন ধর্মাবলম্বীদের কীর্তন অনুষ্ঠানে ভক্তবৃন্দের উদ্দেশ্য এসব কথা বলেন। উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি মিল্টন খন্দকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কৃষ্ণ চন্দ্র পালের পরিচালনায় এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা বিএনপি নেতা ও নির্বাচন প্রচারণা কমিটির আহ্বায়ক আফজাল হোসাইন, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম হোসেন আরজু, সাধারণ সম্পাদক আজগর হোসেন খান, কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সোলায়মান মোল্লা, ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নূর মোহাম্মদ মেম্বার, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মহিবুর রহমান, যুগ্ম আহ্বায়ক নূরুজ্জামান জামান, যুবদল নেতা আকরাম হোসেন প্রমুখ। শাহ রিয়াজুল হান্নান আরো বলেন, বিগত দিনে ফ্যাসিস্ট আওয়ামীলীগ হিন্দু সম্প্রদায়কে ভুল ধারণা দিয়ে বিএনপিকে দূরে সরিয়ে রেখেছে। ভোটাধিকার হরণ করেছিল, তারা মানুষের স্বাভাবিক ধর্ম পালনে বাধা সৃষ্টি করেছিল। মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠান করতে হলেও অনুমতি লাগতো। বর্তমানে কারো ধর্ম পালনে কোনো অনুমতি লাগছে না। গণতান্ত্রিক এই পরিবেশ ফিরিয়ে আনতে বিএনপি দীর্ঘ আন্দোলন সংগ্রাম করেছে। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ধানের শীষ প্রতীকে ভোটের দাবীদার। অথচ একটি ধর্ম ভিত্তিক রাজনৈতিক দল হিন্দুদের তাদের দলে অন্তর্ভুক্ত করার পাঁয়তারা করছে। তারাই ৭১ সালে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধ করে বেড়িয়েছে। ওই সময় হিন্দুদের উপর চরম নির্যাতন চালিয়েছিল এবং নিরাপত্তাহীনতায় ছিলো। বিগত দিনে তাদের কোন সামাজিক দায়বদ্ধতা ছিলো না, কোনো সামাজিক প্রতিনিধিত্ব ছিলো না। তাদের থেকে সবাইকে সতর্ক থাকার উদাত্ত আহ্বান জানান তিনি। ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে রিয়াজুল হান্নান বলেন, আগামী নির্বাচনে বিএনপি বিজয়ী হলে সমাজের সার্বিক উন্নয়ন সম্ভব। দল সরকার গঠন করলে কাপাসিয়ায় পরিবেশবান্ধব কলকারখানা স্থাপন, বেকার যুবকদের কর্মসংস্থান, মাদকমুক্ত সমাজ গঠন এবং মা-বোনদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হবে। মহিলাদের বয়স্ক ভাতা ও বিধবা ভাতার সংখ্যা বাড়ানো, এলাকার বিভিন্ন শ্রেণিপেশার মানুষের ন্যায্য পারিশ্রমিক পাবে। বড় বড় ব্যবসা কেন্দ্রের পাশাপাশি সাধারণ মানুষ ছোটখাটো পুঁজি খাটিয়ে ব্যবসা পরিচালনা করে সাবলম্বী হতে পারবেন। সাধারণ মানুষের শিক্ষা ও উন্নত চিকিৎসার ব্যবস্থা হবে। মাদকমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখা হবে।
আপনার জেলার সংবাদ পড়তে